অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়েরর ঘটনায় সাত গাড়িচালককে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। গত বুধবার (১ নভেম্বর) রাতে মামলা করেন বঙ্গবন্ধু টানেলের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মামলার এজাহারে যেসব গাড়ির নম্বর উল্লেখ করা হয়েছে সেগুলো হলো চট্টমেট্রো-গ-১২-৯০৪৩, চট্টমেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকামেট্রো-খ-১২-১৮১৪, চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্টমেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকামেট্রো-ভ-১১-০২১৭।
গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধন করেন। পরের দিন জনসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি উন্মুক্ত করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে টানেলের ভেতরে অন্তত ১০টি গাড়ি রেসিংয়ে অংশ নেয়। এ সময় একটি গাড়ি আরেকটিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
Leave a Reply