অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক কোটি টাকা দেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
রবিবার দুপুর আড়াইটার দিকে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে এ ঘোষণা দেন।
জসিম উদ্দিন বলেন, ‘আমি এতো দিন দেশের বাইরে ছিলাম। গতকাল সকালে ওমরা শেষ করে দেশে এলাম। আমাদের সংগঠনের সহ-সভাপতি এর আগেও এখানে এসেছেন। খোঁজখবর নিয়েছেন।’
তিনি বলেন, ‘বঙ্গবাজারের ব্যবসায়ীরা রোজার মাসে সবচেয়ে বেশি ব্যবসা করে। এই সময়ে এই ঘটনা খুবই দুঃখজনক। এখানের ক্ষতিগ্রস্তদের জন্য একটি যৌথ অ্যাকাউন্ট করা হয়েছে। সবাই সেখানে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমি আমাদের ব্যবসায়ীদের আহ্বান জানাব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। এফবিসিসিআই থেকে এক কোটি টাকার অনুদান দেব।’
জসিম উদ্দিন বলেন, ‘এই মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। এই জন্য দোকান মালিক সমিতিকে আহ্বান জানাই এটার একটি ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই তাদের পাশে থাকবে।’
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সহায়তার বিষয়ে বলেন, ‘আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সবার নিরলস প্রচেষ্টার কারণে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াবেন।’
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতিসহ সংগঠনের নেতারা এবং বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সমিতির নেতারা।
Leave a Reply