অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রান্না ঘরের পাশে নোংরার মধ্যে একদিন বয়সী অভিভাবকহীন একটি শিশু পাওয়া গেছে। শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল দশটার দিকে হাসপাতালের রান্না ঘরের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখে একটি নবজাতক।
তখন তিনি প্রধান বাবুর্চিকে জানালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডের শেখ রাসেল স্ক্যানু নিবির পরিচর্যা কেন্দ্রে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
হাসপাতালের আরএমও ডাঃ তাজকিয়া সিদ্দিকাহ জানান, শিশুটির চিকিৎসা চলছে, বিষয়টি জেলা প্রশাসক এবং পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, এই শিশুটি বাইরে থেকে কেউ এসে হাসপাতালের মধ্যে রেখে গেছে বলে মনে হয়। কারণ খবর পাওয়ার পর খোঁজ নিয়ে দেখেছি শিশু ওয়ার্ডের সকল শিশু তাদের মায়ের কাছে রয়েছে।
এদিকে শিশু চিকিৎসক ডাক্তার সোনিয়া রহমান জানিয়েছেন, কন্যা শিশুটির চিকিৎসা চলমান রয়েছে, পরে বলা যাবে তার শারীরিক কি অবস্থায় আছে।
Leave a Reply