October 10, 2025, 10:56 am
শিরোনামঃ
শিশু শান্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরার সুদীপ্ত ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন : ট্রাম্প গাজা জিম্মি মুক্তি চুক্তিকে অনুমোদন দিয়েছে ইসরাইল মধ্য এশিয়ার পাঁচ দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে রাজনৈতিক দমনে ব্যবহার করা হচ্ছে সন্ত্রাসবিরোধী আইন : এইচআরডব্লিউ উপদেষ্টা পরিষদের বৈঠকে বাতিল করা হল ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া সকল মামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বেতন পাবেন ১০ম গ্রেডে ঝুঁকিপূর্ণ পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হচ্ছে
এইমাত্রপাওয়াঃ

বরিশালে পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৬ দোকানে ডাকাতির অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে সশস্ত্র একদল ডাকাত পাহারাদারদের বেঁধে রেখে অন্তত ছয়টি দোকানে ডাকাতি চালায়। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রিক সামগ্রীর দোকান এবং একটি মুদি দোকান।

বাজারের ব্যবসাীরা জানান, ডাকাতরা দোকানগুলোর তালা ভেঙে ভেতরে ঢুকে কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয় বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফপ্যান্ট পরিহিত ১৫–২০ জনের একটি ডাকাত দল রাত আনুমানিক ৩টার দিকে বাজারে ঢুকে অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

এরপর তারা একে একে দোকানগুলোর তালা ভেঙে ডাকাতি চালায়। ব্যবসায়ীরা ধারণা করছেন, ডাকাতদের লুটের পরিমাণ আনুমানিক ২ থেকে ৩ কোটি টাকার মতো।

ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন, ‘আমার সহায় সম্বল যা ছিলো, আজ সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়’।

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক মো. হাবিবুর রহমান জানান, ডাকাতির পর বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারে দাবি জানাই।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের দ্রুত চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page