অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গরু চুরির অপবাদ দিয়ে আবু তাহের (২৩) নামের এক যুবককে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার ঘটনা ঘটেছে। গত শনিবার এ ঘটনা ঘটলেও ৪ দিন পর নির্যাতনের একটি ভিডিও চিত্র বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। অবশেষে ভিডিওটি ভাইরাল হলে বুধবার রাতেই পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম খালাসি ও জাহাঙ্গীর কান্টুসহ দুজনকে আটক করেছে। নির্যাতনে শিকার ওই যুবকের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফেনুয়া গ্রামে।
ওই যুবক জানান, বাল্কহেডে কাজ করার জন্য গত সোমবার তিনি বরিশালের শ্রীপুর থেকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে আসেন। সকাল ৭টার দিকে তিনি বান্দেরপাড় এলাকায় নাস্তা করছিলেন। এ সময় মেম্বার জসিম খালাসি পরিচয়ে এক ব্যক্তি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবককে প্রথমে পানির পাম্প চুরির অভিযোগে চড়, থাপ্পড় মারে।
পরে কান্টু নামে অপর এক ব্যক্তি চুরির অপবাদ দিয়ে মারধর করে। তিনি নিজেকে নির্দোষ বলে চিৎকার করলেও তিনি রক্ষা পাননি। এক পর্যায়ে অভিযুক্ত জসিম মেম্বারের নির্দেশে মারধর বন্ধ করা হয়। পরে ওইদিন দুপুরে নির্যাতনের শিকার যুবকের পরিবার ও বরিশালের শ্রীপুর এলাকার ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে ৩ হাজার টাকা ও মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দেয়।
Leave a Reply