অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কোম্পানি ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান। সম্প্রতি এক চিঠিতে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
এ কোম্পানির নতুন নীতিমালার আওতায় ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের পর যেসব শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন তারা এই অর্থ প্রাপ্তির যোগ্য হবেন বলে জানিয়েছেন কোম্পানিটি।
তিনি বলেন, ‘এই কোম্পানিতে আগে কাজ করা এ ধরনের যোগ্য শ্রমিকদের hr@unitedplantations.com এ ই-মেইল অথবা +6013-8334101 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ৩০ জুন ২০২৪-এর মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদের সঙ্গে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব, হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।’
চিঠিতে নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত পাওয়ার যোগ্য বাংলাদেশের শ্রমিকদের তালিকাও যুক্ত করা হয়েছে। তবে কার কত টাকা পরিমাণ অভিবাসন ফি ফেরত দেওয়া হবে, সেটি উল্লেখ্য করা হয়নি।
Leave a Reply