January 30, 2026, 2:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস বাংলাদেশি সৌদি প্রবাসীদের ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা : রুহুল কবির রিজভী পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই : জামায়াতের আমির কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ  বন্দিবিনিময় চুক্তিতে ভারতে পাঠানো হলো ২৩ জেলেকে ; দেশে পিরলো ১২৮ জন ‘ভুল করে’ হত্যা মামলার আসামিকে ছাড়লো ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ ; আবারও আটক কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন আটক ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিত করা জরুরি : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশি সৌদি প্রবাসীদের ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট প্রদানের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নতুন ব্যবস্থার আওতায় প্রবাসীরা মাত্র ২০ হাজার ৫০০ টাকায় সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পাঠানো এক বার্তায় প্রবাসীবান্ধব এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে যে, মূলত প্রবাসী শ্রমিকদের যাতায়াত খরচ কমিয়ে স্বস্তি প্রদান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই বিশেষ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জানান, সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট এই সুলভ মূল্যে বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণত হজ ফ্লাইট পরিচালনার সময় ফিরতি বা যাওয়ার পথে বিমানকে একমুখী ফাঁকা ফ্লাইট চালাতে হয়, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

নতুন এই পরিকল্পনার মাধ্যমে সেই ফাঁকা আসনগুলোকে কাজে লাগানো হবে, যার ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি নিট মুনাফা অর্জনের এক বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে জাতীয় পতাকাবাহী বিমানটিও আর্থিকভাবে শক্তিশালী হবে।

মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে ওয়ান ওয়ে বা একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এছাড়া যারা আসা-যাওয়া বা রিটার্ন টিকিট সংগ্রহ করতে চান, তাদের জন্য মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে সর্বনিম্ন ভাড়া পড়বে ৪২ হাজার টাকা।

সৌদি আরব থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়ার সুবিধা ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে সৌদি আরবে পুনরায় ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা এই সুবিধা ভোগ করতে পারবেন ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। নির্দিষ্ট এই সময়ের বাইরে সাধারণ ভাড়ার হার কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এই যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সঠিক তদারকির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, অতীতে অনেক ভালো উদ্যোগ কেবল সঠিক ব্যবস্থাপনার অভাবে ব্যর্থ হয়েছে, তাই এবার যেন সাধারণ প্রবাসীরা এই সুবিধাটি শতভাগ ভোগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসীদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এই পদক্ষেপের ফলে সৌদি আরবে কর্মরত কয়েক লাখ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page