October 13, 2025, 9:23 am
শিরোনামঃ
ঝিনাইদের মহেশপুরে ঘর ভাঙ্গা ও যাতায়াতের রাস্তা দখল নিয়ে হিন্দু পরিবারের সাংবাদিক সম্মেলন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় ১৪ বাংলাদেশি আটক ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান  অস্ত্র উদ্ধার ; ২ জন আটক গত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আসন্ন নির্বাচনে বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই : প্রধান নির্বাচন কমিশনার পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : বিএনপি মহাসচিব রাজধানীতে বেসরকারি শিক্ষকদের সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নরসিংদীতে সিসা তৈরির কারখানার অগ্নিকান্ডে ৭ শ্রমিক দগ্ধ বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত চায় যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার খবরগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত চায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, আমরা এখন বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি সহিংসতার খবরগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত করতে, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে। রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন- ‘বাংলাদেশে গণতন্ত্রকে দুর্বল করা এবং হাজার হাজার বিরোধী দলের সদস্যকে কারারুদ্ধ করার বিষয়ে কথিত ভুয়া নির্বাচনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? আপনি আপনার বিবৃতিতে উল্লেখ করেছেন, সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।’

এর জবাবে মিলার আবারো জানিয়ে দেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সেই সঙ্গে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে দেশটি উদ্বিগ্ন।

মিলার বলেন, আমরা অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। বিরোধী দলের হাজার হাজার সদস্যের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। আমরা দুঃখিত যে, সব দল এতে অংশ নেয়নি এবং নির্বাচনের সময় ও এর আশেপাশের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে, আমরা তার নিন্দা জানাই।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page