স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ০২ শতাংশ। মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৮৯ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৮৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২ জন। শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৮৩ শতাংশ।
Leave a Reply