January 15, 2026, 4:45 am
শিরোনামঃ
মাগুরায় ডেফুলিয়া মাঠে মা মৌ খামার পরিদর্শন করলেন ঢাকা পরিকল্পনা কমিশন যুগ্মপ্রধান ফেরদৌসী আখতার  মাগুরায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে বারি সরিষা ১৪ ফসলের জাত নিয়ে মাঠ দিবস ও কারিগরি সেশন আলোচনা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ বিএনসিসি ক‍্যাডেটরা সশস্ত্র বাহিনীতে যোগদান করলে জাতি উপকৃত হবে : সেনাপ্রধান অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে : ডা. হাসান হাফিজুর দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি কর্মস্থলে হঠাৎ অসুস্থ ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু বরিশালে বিপুল পরিমাণ জাল নোটসহ ৪জন আটক ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতায় পশ্চিম তীরে বাস্তুচ্যুত বেদুইন সম্প্রদায়
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক ও ১১টি বাণিজ্যিক ব্যাংক। তহবিলটি শহীদ পরিবারকে অনুদান এবং আহতদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকা তহবিল গঠন করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দিচ্ছে এবং ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক প্রতিটি ১ কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা দেবে। প্রতিটি ব্যাংক নিজ নিজ বোর্ড সভার অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে। এটি একটি সম্মিলিত সামাজিক উদ্যোগ।

সরকার ইতোমধ্যে বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য পৃথক তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগটি সেই ঘোষণার একটি পরিপূরক হিসেবে কাজ করবে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এছাড়া ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা হাউজ লোন এবং ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানোর প্রস্তাব করেন।

তারা জানান, বর্তমানে হাউজ লোন হিসেবে মোট ঋণের মাত্র ২ থেকে ৩ শতাংশ বিতরণ করা হয় এবং একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হাউজ লোন পেতে পারেন, যা সময়ের প্রেক্ষাপটে বাড়ানো উচিত।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, গ্রাহকদের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় হাউজ লোনের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। একইসঙ্গে বর্তমানে ১০ লাখ টাকার সীমাবদ্ধতা থাকা ক্রেডিট কার্ড ঋণের পরিমাণও সময়ের চাহিদা অনুযায়ী বাড়ানোর কথা জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page