অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলা একাডেমি পুরস্কার ঘোষণায় ভুল স্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ভুল নিয়ে একগুঁয়েমি করে চলার চেয়ে সংশোধন করা ভালো।
আজ (২৬ জানুয়ারি) রোববার সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলা একাডেমি পুরস্কার ঘোষণায় ভুল হয়েছে। ভুল নিয়ে একগুঁয়েমি করে চলার চেয়ে সংশোধন করা ভালো।
একই দিনে এই বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমি পুরস্কার পাওয়া ব্যক্তিদের বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিয়ে যাচাই-বাছাই করে আবার ঘোষণা করা হবে।
তিনি বলেন, গণহত্যায় জড়িত কাউকে পুরস্কার দেওয়া হবে না।
উল্লেখ্য, শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত ঘোষণা করে। এরআগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ–গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
Leave a Reply