অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনা মালিকানাধীন ব্রিটিশ স্টিলের ভবিষ্যৎ নিয়ে চলমান বিরোধকে ‘রাজনীতিকরণ’ করার বিরুদ্ধে সোমবার ব্রিটেনকে সতর্ক করেছে চীন। ব্রিটিশ স্টিল কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্য আইন অনুমোদিত হওয়ার পর এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, ‘আশা করা হচ্ছে যে ব্রিটিশ সরকার বাণিজ্য সহযোগিতার রাজনীতিকরণ বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর সাথে এটিকে যুক্ত করা এড়িয়ে চলবে, যাতে, স্বাভাবিক বিনিয়োগের জন্য যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে চীনের উদ্যোগগুলোর আস্থা প্রভাবিত না হয়।