ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন গড়াই নদীর নাদুরিয়া খেয়া ঘাটের উপর নিমাণাধীন গড়াই ব্রীজের গার্ডার বাতাসে ভেঙ্গে পড়ে যায়। ইতিপূর্বেও একটি গার্ডার ভেঙ্গে পড়ে। তার দুই মাস পরে আবার আরেকটি গার্ডার রবিবার ২৭ জুলাই দিবাগত রাতে ভেঙ্গে গড়াই নদীর মধ্যে পড়ে যায়। এদিকে গার্ডার নদীর মধ্যে পরার বিকট শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর লোকজন জানান, বাতাসে ব্রিজের গার্ডার ভেঙ্গে পড়ে নদীতে এটা একটা নজির বিহীন ঘটনা।
নানা অনিয়মের কারণে ব্রিজটির নির্মাণ কাজ ধীর গতিতে হওয়ায় এরকম ঘটনা ঘটছে। ঝিনাইদহের শৈলকূপা, মাগুরা জেলার শ্রীপুর ও রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলা সীমান্তে গড়াই নদীর লাঙ্গলবাঁধ-নাদুরিয়া খেয়া ঘাটে মানুষ ও যানবাহন পারাপারের জন্য এই ব্রীজিটি নির্মাণের কাজ শুরু হয় বেশ কয়েক বছর পূর্বে। ব্রিজ নির্মাণ কাজ এতটাই ধীর গতিতে হচ্ছে সেটা বলার মতো না। তাই এলাকাবাসীর লোকজন মনে করেন কবে যে এই ব্রীজটির নির্মাণ কাজ কবে শেষ হবে কেউই বলতে পারে না। আর এভাবে কাজ করার মধ্যে যদি ব্রীজ ভেঙ্গে যায় তাহলে জনসাধারণ ভয়ে এই ব্রীজে যাতায়াত করবে না ব্রীজ তৈরি হলেও।