স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি কর্তৃক মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শ্রীনাথপুর মাঠপাড়ার ইউসুফের লিচু বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন বাংলাদেশী নারীকে আটক করে। আটককৃত ধুরকে জাস্টিস এন্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ১৮ ডিসেম্বর সকালে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খোশালপুর গ্রামের মোঃ আজিজুলের মেহগুনি বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৩ জন বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটককৃত ধুরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া ১৭ ডিসেম্বর রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধিন লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার লড়াইঘাট গ্রামের পবনের বাঁশঝাড়ের মধ্যে হতে সুবেদার মোঃ আলী হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।