অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরচুন পিংক ডায়মন্ড বা গোলাপি হীরা বিশ্বের অন্যতম দুর্লভ রত্নগুলোর মধ্যে একটি। বিশ্বজুড়ে এই গোলাপি হীরার ইতিহাস রয়েছে। সম্প্রতি নিলামে উঠেছিল সে রকমই একটি হীরা। শেষ পর্যন্ত ২৮ লাখ ডলারে এই গোলাপি হীরার মালিক হয়েছেন এশিয়ার একজন ক্রেতা। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় নিলামে উঠেছিল ফরচুন পিংক নামের ১৮.১৮ ক্যারেটের এই হীরাটি। অবশেষে ২৮ লাখ ডলারে নিলাম করা হয় এই দুর্লভ রত্নটির। নিলামকারী সংস্থা জানিয়েছে, এশিয়ার একজন ক্রেতা এই গোলাপি হীরার মালিক হয়েছেন। -এএফপি
Leave a Reply