October 13, 2025, 2:36 am
শিরোনামঃ
ঝিনাইদের মহেশপুরে ঘর ভাঙ্গা ও যাতায়াতের রাস্তা দখল নিয়ে হিন্দু পরিবারের সাংবাদিক সম্মেলন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় ১৪ বাংলাদেশি আটক ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান  অস্ত্র উদ্ধার ; ২ জন আটক গত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আসন্ন নির্বাচনে বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই : প্রধান নির্বাচন কমিশনার পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : বিএনপি মহাসচিব রাজধানীতে বেসরকারি শিক্ষকদের সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নরসিংদীতে সিসা তৈরির কারখানার অগ্নিকান্ডে ৭ শ্রমিক দগ্ধ বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৯৪ জনের মৃত্যু ; শনাক্ত ৭৬ হাজার ৮০১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ৮০১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ১১ হাজার ২০৪ জন। একই সঙ্গে করোনা রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৪ লাখ এক হাজার ৪১৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ফ্রান্স। দৈনিক প্রাণহানির এ তালিকায় ফ্রান্সের পরেই রয়েছে তাইওয়ান, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, মেক্সিকো, স্পেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলো।

শনিবার (১১ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩৩৫ জন। এসময় দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ১২ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ৩ কোটি ৬ লাখ ১৫ হাজার ৫২২ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৪ হাজার ৯৩ জন।

দৈনিক মৃত্যুতে শীর্ষে থাকা ফ্রান্সে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯০ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৮৮ জন। এ নিয়ে ফ্রান্সে মোট করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৩০০ জনে। এদের মধ্যে এক লাখ ৬৫ হাজার ১৬৩ জন মারা গেছেন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫০ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৭ হাজার ৪০৯ জন শনাক্ত এবং ৭৩ হাজার ৩৮ জন মারা গেছেন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩১১ জন এবং মারা গেছেন ৪৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ৮৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫০৭ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৫৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি এক লাখ ৫২ হাজার ৮৮১ এবং মারা গেছেন ১৮ হাজার ৪২৫ জন।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page