December 4, 2025, 8:54 am
শিরোনামঃ
বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা পৌঁছালো শ্রীলঙ্কায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কোন সরকারি অনুমোদন নেই : বাণিজ্য উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় ১ ঘন্টা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু, ; হাসপাতালে  নতুন ভর্তি ৪৯০ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভারতের কারাগার থেকে ৩০ বাংলাদেশিকে মেহেরপুর সীমান্ত দিয়ে পুশইন করলো বিএসএফ ঝিনইদহের কালীগঞ্জে ১ হাজার ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝিনাইদহে চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার আসামি বাগেরহাটে থেকে গ্রেপ্তার করলো র‌্যাব সামরিক পদক্ষেপ থামাতে আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন পোপ লিও ১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়া স্থগিত করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৯৯৪ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৮২ হাজার ২৬০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এসময়ে ৯৯৪ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২৬০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ২৮ হাজার ৯৭৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩২৭ জনে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে আর সংক্রমণে শীর্ষে রয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল, জাপান, ফ্রান্স, রাশিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো।

বুধবার (২৩ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে শনাক্ত ১৬ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ১৯৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২ লাখ ৭৯ হাজার ৬৯৮ জন করোনায় শনাক্ত হয়েছেন এবং ১১ লাখ ৩ হাজার ৩৫৫ জন মারা গেছেন।

জাপানে একদিনে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ১৪৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৮ হাজার ৪৮২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ৫৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৩৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৬৮ জনের।

ফ্রান্সে একদিনে শনাক্ত ৬৪ হাজার ৭৭২ জন এবং মারা গেছেন ৮৯ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৯৪৬ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৪২৭ জন।

দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৭২ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ৭২৯ জন এবং মারা গেছেন ৩০ হাজার ১১১ জন।

করোনায় শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৫৯ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৯৩১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৯ হাজার ২২৩ জন।

তাইওয়ানে একদিনে সংক্রমিত ১৮ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ৩৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮১ লাখ ৯৩ হাজার ৭২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৯ জনের।

২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় নতুন শনাক্ত ৭ হাজার ৬৪৪ জন এবং মারা গেছেন ২৫ জন। এসময়ে মেক্সিকোতে শনাক্ত ৬ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ৫১ জন। এছাড়া একই সময়ে অস্ট্রেলিয়ায় ২৭ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৭ জন।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page