October 11, 2025, 10:17 am
শিরোনামঃ
যুক্তরাজ্যের বাজারে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার ফরিদপুরে মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত ২০ জন গাজীপুরে প্রধান সড়কে উঠতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক শিশু শান্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরার সুদীপ্ত ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন : ট্রাম্প গাজা জিম্মি মুক্তি চুক্তিকে অনুমোদন দিয়েছে ইসরাইল মধ্য এশিয়ার পাঁচ দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৭৫১ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৪২ হাজার ৯৮০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৫১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৯৮০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৯৭ হাজার ৫৭২ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ২৬০ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, জাপান, রাশিয়া, নেদারল্যান্ড, তাইওয়ান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন ৭০ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন ৭০ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৮৪০ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৬ হাজার ৭৮১ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ২৪২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৪৪৩ জন সংক্রমিত এবং ১০ লাখ ৯৬ হাজার ৭১৭ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩৮৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ৪১ হাজার ১৪৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৩১৫ জন।

একদিনে ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৯১ জন এবং মারা গেছেন ৯৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ১৪৪ জন।

তাইওয়ানে করোনায় একদিনে মারা গেছেন ৫৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ১৮৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৭৭ লাখ ৮০ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ১২ হাজার ৯২৯ জন।

সংক্রমণের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৬৭ জন এবং মারা গেছেন ৩০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৩০০ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ২৯ হাজার ২৩৯ জন।

একদিনে ইন্দোনেশিয়ায় সংক্রমিত ৪ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ৩২ জন। একই সময়ে ফিলিপাইনে সংক্রমিত ৭৭৫ জন এবং মারা গেছেন ৩৬ জন; মেক্সিকোতে সংক্রমিত ১ হাজার ৩৮৫ জন এবং মারা গেছেন ১৭ জন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page