January 2, 2026, 4:19 pm
শিরোনামঃ
মাগুরার গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে হত্যা ; ১ জন আটক   বাংলাদেশের সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ ; হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা দেশব্যাপী কুয়াশার দাপট থাকতে পারে আগামী ৫দিন ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বিনাধান-২৪ এর বীজ বিতরণ ও প্রশিক্ষণ কু‌ড়িগ্রা‌মে নিজের রাইফেলের গুলি‌তে বি‌জি‌বি সদস্যের আত্মহত‌্যা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকান্ডে পুড়ে গেছে ২শত বছরের পুরোনো নথি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ; শিশু নিহত পাকিস্তানের বেলুচিস্তানে চীনা সেনামোতায়েনের শঙ্কা ; ভারতের কাছে সাহায্যের আবেদন 
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ১২ জনের মৃত্যু ; শনাক্ত ৪ লাখ ৪৩ হাজার ১১৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে সংক্রমিত হিসেব শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ১১৪ জন। এসময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪১৯ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ২২ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৫১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৬০০ জন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯৬ জন ও মারা গেছেন ২১০ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৪৯ হাজার ৬৪৪ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ১৬৬ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরই অবস্থান যুক্তরাষ্ট্রের। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০৬। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬ লাখ ২৫ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৩৬ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই ফান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৬৮ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ৯১ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন, মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ১৩৬ জন, সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৪৬০ জন। বিশ্বে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৮৯ হাজার ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৪ হাজার ৭১৫ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৮৬৭ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ৩৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৮৭২ জন। তবে সর্বশেষ ২৪ গণ্টায় দেশটিতে মৃত্যু ও রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৮৫ জনে। করোনায় দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page