October 12, 2025, 9:07 pm
শিরোনামঃ
ঝিনাইদের মহেশপুরে ঘর ভাঙ্গা ও যাতায়াতের রাস্তা দখল নিয়ে হিন্দু পরিবারের সাংবাদিক সম্মেলন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় ১৪ বাংলাদেশি আটক ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান  অস্ত্র উদ্ধার ; ২ জন আটক গত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আসন্ন নির্বাচনে বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই : প্রধান নির্বাচন কমিশনার পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : বিএনপি মহাসচিব রাজধানীতে বেসরকারি শিক্ষকদের সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নরসিংদীতে সিসা তৈরির কারখানার অগ্নিকান্ডে ৭ শ্রমিক দগ্ধ বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৫১৩ জনের মৃত্যু ; শনাক্ত ৪ লাখ ৬৫ হাজার ৪৪১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৪৪১ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন তিন লাখ ৬২ হাজার ৭৩৫ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৫৪৯ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৭৯ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৫৯ লাখ ৯২৩ জন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় এরপরই রয়েছে, ফ্রান্স, ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, হংকং, রাশিয়া, চিলি ও তাইওয়ানের মতো দেশগুলো।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৩ জন এবং মারা গেছেন ৪২০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৬ হাজার ৬৪৮ জন মারা গেছেন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ২৬৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ ২ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৩ হাজার ৭৩৪ জন।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১৯৭ জন এবং মারা গেছেন ২৩৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ২৪ লাখ ৭৭ হাজার ৯২৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ১৭ হাজার ৭৫১ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৪৬ জন এবং মারা গেছেন ৫৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১৭২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৬০৪ জনের।

ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ১৩২ জন। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৩৭৩ জন শনাক্ত এবং ১ লাখ ৬১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় একদিনে নতুন সংক্রমিত হয়েছেন ৭১ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ৭৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ১৪০ জন এবং মারা গেছেন ৩২ হাজার ২৭ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৯৫৫ জন এবং মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৮৭ লাখ ৯৪ হাজার ২১২ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ১৮১ জনের।

এছাড়া বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় কলম্বিয়ায় ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৭৬ জন। একই সময়ে মেক্সিকোতে ২৮ জনের মৃত্যু এবং সংক্রমিত ৫ হাজার ৯৬৮ জন, চিলিতে ৫১ জনের মৃত্যু এবং সংক্রমিত ৬ হাজার ১২৫ জন, অস্ট্রেলিয়ায় ২৪ জনের মৃত্যু এবং সংক্রমিত ২ হাজার ৭৩৭ জন, ফিলিপাইনে ২৩ জনের মৃত্যু এবং সংক্রমিত ৬১৯ জন এবং হংকংয়ে ৬২ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৮৯৫ জন।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page