অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে সাইফুল (১৮) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটির পাড়া গ্রামের কাসেম মিয়ার ছেলে।
বুধবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, সম্প্রতি সাইফুল ইসলামের সঙ্গে ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের জিল্লু মেম্বারের ছেলের মোবাইল ফোনে বাদানুবাদ হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে রাতে জিল্লু মেম্বারের ছেলে ও তার এক বন্ধু মিলে সাইফুলকে সাটিরপাড়া গ্রাম থেকে ডেকে নিয়ে যায় ধীতপুর গ্রামে তাদের বাড়ির পুকুরপাড়ে।
সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং চারজনকে আটক করা হয়েছে।