অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে দ্রুত গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে পরিবেশন করা খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেছেন এক ব্যক্তি। বিপুল পরিমাণ অর্থ খরচ করে দেশটিতে সম্প্রতি এই ট্রেন যাত্রা শুরু করেছে এবং সুপারফাস্ট এই এক্সপ্রেস ট্রেনটি অনেকের কাছেই ‘স্বপ্নের ট্রেন’।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ জুলাই বন্দে ভারত এক্সপ্রেসে ভোপাল থেকে গোয়ালিয়রে যাওয়ার পথে ট্রেনে পরিবেশিত খাবারে এক যাত্রী তেলাপোকা খুঁজে পান। পরে ভুক্তভোগী ওই যাত্রী টুইটারে সেই খাবারের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। এই ঘটনায় ভারতীয় ট্রেনে পরিবেশিত খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
সুবোধ পাহালাজান নামের ওই ব্যক্তি টুইটারে বলেছেন, ‘বন্দে ভারত ট্রেনে আমার খাবারে তেলাপোকা খুঁজে পাওয়া গেছে’। এসময় তিনি সেই খাবারের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন। ওই ছবিগুলোতে একটি ছোট তেলাপোকাকে রুটির সঙ্গে আটকে থাকতে দেখা যায়।
রেলওয়ে সেবা অবশ্য এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে এবং অপ্রীতিকর অভিজ্ঞতার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে। সংস্থাটি বলেছে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা আইআরসিটিসি সুবোধের টুইটের উত্তর দিয়েছে এবং ভুক্তভোগী যাত্রীকে তাজা খাবার সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে। তারা লিখেছে, ‘আইআরসিটিসি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ওই যাত্রীর জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করেছে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ভোপালের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারও টুইট করেছেন, আইআরসিটিসি তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করেছে এবং লাইসেন্সধারীকে শাস্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রানী কমলাপতি স্টেশন থেকে হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলে। একই ট্রেনে ভ্রমণকারী আরও বেশ কয়েকজন যাত্রীও ইতোপূর্বে টুইটারে খাবারের মান নিয়ে অভিযোগ করেছেন।
Leave a Reply