স্টাফ রিপোর্টার : ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হয়েছে সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৭ অক্টোবর সোমবার সকালে বিজিবির সদস্যরা সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে বিকাল সাড়ে ৪টার সময় থানা পুলিশ সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে মহেশপুর আদালতে প্রেরণ করেন।
মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্টেট আদালতের বিচারক মোঃ রিয়াদ হাসানের আদালতে জামিনের আবেদন করেন সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দর আইনজীবি জিয়াউর রহমান ও আরিফুজ্জামান টুকু। বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, রোববার রাত ৮টার দিকে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের সদস্যরা সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে আটক করে।
নারায়ন চন্দ্র চন্দ খুলনা ৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনের এমপি ছিলেন।
Leave a Reply