December 19, 2025, 1:46 pm
শিরোনামঃ
ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানালেন জামায়াতের আমীর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসের নিয়োগ সিনেটে অনুমোদন ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ ; আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটের মাঠে ফিরলেন নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থী বগুড়ায় স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রেখে থানায় নিখোঁজের জিডি ; অবশেষে ধরা যুক্তরাজ্যের কারাগারে অনশনের ফলে ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মী মৃত্যু ঝুঁকিতে ভারতের রাজ্য বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাকিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের শীর্ষ নেতা সুলতান আজিজ আজম গ্রেফতার শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের প্রবাসী ফি বাতিল করলো সৌদি সরকার
এইমাত্রপাওয়াঃ

ভারতে হাজার হাজার হার্ট সার্জারি করা ডাক্তারের মৃত্যু হলো হৃদরোগে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাজার হাজার হার্ট সার্জারি করা এক চিকিৎসক মারা গেছেন হার্ট অ্যাটাকে। মৃত ওই চিকিৎসকের নাম গৌরব গান্ধী। ভারতের গুজরাট রাজ্যের জামনগর শহরে ৪১ বছর বয়সী ওই চিকিৎসকের মৃত্যু হয়।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি । গৌরব গান্ধী বেশ সুপরিচিত কার্ডিওলজিস্ট ছিলেন এবং তিনি ১৬ হাজারেরও বেশি হার্ট সার্জারি করেছিলেন।

এনডিটিভি বলছে, গুজরাটের জামনগর শহরে ৪১ বছর বয়সী সুপরিচিত কার্ডিওলজিস্ট ডা. গৌরব গান্ধী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বুধবার তার পরিবারের সদস্যরা এবং সহকর্মী জানিয়েছেন।

গত মঙ্গলবার ভোরে ডা. গান্ধীর আকস্মিক মৃত্যু হয় এবং এই ঘটনা শহরের বাসিন্দাদের শোকের কারণ হয়ে ওঠে। একইদিন সন্ধ্যায় শ্মশানে তার শেষ যাত্রায় শত শত শোকার্ত মানুষ যোগ দেন এবং হাজার হাজার অস্ত্রোপচারের জন্য পরিচিত এই ডাক্তারের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

ডা. গৌরব গান্ধী জামনগর শহরের গুরু গোবিন্দসিংহ সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের আরেক চিকিৎসক ডা. এইচ কে ভাসাভাদা বলেন, ‘তিনি (গৌরব গান্ধী) বিপুল সংখ্যক হার্ট সার্জারি করেছিলেন।’

তিনি বলেন, ‘হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গান্ধী হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসা চলাকালীন হাসপাতালে মারা যান। এটা জামনগরের চিকিৎসক সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে, এমন একজন মেধাবী এবং তরুণ ডাক্তার আমাদের মধ্যে আর নেই। তার আত্মা শান্তিতে থাকুক।’

আত্মীয় এবং বন্ধুদের মতে, বেসরকারী শারদা হাসপাতালে রোগীদের চিকিৎসা করার পরে ডা. গান্ধী সোমবার রাতে বাড়িতে পৌঁছেছিলেন। পরে রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যান তিনি। পরে সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স ডাকেন।

ওই অবস্থায় তাকে জিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে জাগিয়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন এবং তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ডা. গৌরব গান্ধীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ডা. গান্ধী তার চিকিৎসা জীবনে ১৬ হাজারেরও বেশি হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন।

এনডিটিভি বলছে, ১৯৮২ সালে জন্মগ্রহণ করা ডা. গান্ধী ছিলেন একজন বিখ্যাত হার্ট সার্জন এবং শত শত এনজিওগ্রাফি ও সার্জারি করার জন্য তিনি পরিচিত।

অবশ্য হার্ট অ্যাটাকের কারণ জানার জন্য ডা. গান্ধীর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। তবে যারা এই কার্ডিওলজিস্টকে চিনতেন তারা বলেছেন, ডা. গান্ধী সক্রিয় জীবনযাপন করতেন। তিনি ক্রিকেট খেলতেন এবং নিয়মিত জিমনেসিয়ামে যেতেন।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page