April 7, 2025, 5:03 am
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ভারত বিশ্বে সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে তার সম্পর্ক ‘খুব ভালো’। তবে তিনি বলেছেন দেশটি নিয়ে তার একমাত্র সমস্যা হলো এটি ‘বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি’। একই সঙ্গে ট্রাম্প আগামী ২ এপ্রিল থেকে ভারতের ওপর পাল্টা মার্কিন শুল্ক আরোপের হুমকিও পুনর্ব্যক্ত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, সাক্ষাৎকারে ট্রাম্প ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও কথা বলেছেন।

গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু ভারতের সঙ্গে আমার একমাত্র সমস্যা হলো তারা বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি। আমার বিশ্বাস তারা সম্ভবত এই শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। তবে ২ এপ্রিল আমরা তাদের ওপর একই শুল্ক আরোপ করব, যদি তারা আমাদের ওপর আরোপ করে।’ এনডিটিভি’র উদ্ধৃতি দিয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই আজ এই খবর জানায়।

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ-অর্থনৈতিক করিডোর (আইএমইসি) সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটি অসাধারণ কয়েকটি দেশ নিয়ে গঠিত একটি জোট, যারা বাণিজ্যে আমাদের ক্ষতি করতে চাওয়া অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে একত্রিত হচ্ছে। আমাদের বাণিজ্যে অংশীদারদের একটি শক্তিশালী জোট হতে যাচ্ছে এটি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আবারও, আমরা সেই অংশীদারদের আমাদের সঙ্গে খারাপ আচরণ করতে দিতে পারি না, তবে আমরা আমাদের বন্ধুদের চেয়ে আমাদের শত্রুদের সঙ্গে অনেক উপায়ে ভালো করি।

তিনি বলেন, যারা কিছু ক্ষেত্রে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে না তারা ইউরোপীয় ইউনিয়নের মতো বন্ধুত্বপূর্ণ আচরণের চেয়ে আমাদের সাথে ভালো আচরণ করবে, যা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সঙ্গে ভয়ানক আচরণ করে। ভারত এবং সবাই তাদের মিত্র হিসেবে ভাববে।

ট্রাম্প বলেন, ‘আমি অন্যদের ক্ষেত্রেও একই কথা বলতে পারি। কিন্তু এটি চমৎকার দেশগুলোর একটি গ্রুপ যারা অন্য দেশগুলোকে মোকাবিলা করছে, যারা বাণিজ্যে আমাদের ক্ষতি করতে চায়।

ট্রাম্প বারবার ভারতের উচ্চ শুল্ক আরোপের সমালোচনা করেছেন। তিনি বলেন, ভারত একটি অত্যন্ত উচ্চ শুল্ক আরোপকারী দেশ এবং তিনি পুনর্ব্যক্ত করেছেন যে আমেরিকান পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর ওপর পারস্পরিক শুল্ক আরোপ ২ এপ্রিল থেকে শুরু হবে। এর আগেও ট্রাম্প ভারতকে ‘ট্যারিফ কিং’ এবং ‘বিগ অ্যাবিউজার’ বলে অভিহিত করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page