January 25, 2026, 9:06 am
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরের চৌগাছায় বিয়ের বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২০ জন আহত মাগুরায় অনিয়মের অভিযোগ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ; সাংবাদিক মহলে উদ্বেগ নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আইজিপি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন ; বাংলাদেশের তীব্র প্রতিবাদ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই : তারেক রহমান সরকার গঠন করতে পারলে চাঁদাবাজদের নির্মূল করবো : জামায়াতের আমির দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান জানালো নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল : ফখরুল ইসলাম নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার উপজেলা সদরে আজ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ তুলে দেন। মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় প্রধান অতিথি মো: তৌফিক-ই-লাহী চৌধুরী  বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, তখনই মুক্তিযোদ্ধাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। তাই আজকে আমাদের জন্য খুশির একটি দিন। এ স্মার্ট কার্ডে মুক্তিযোদ্ধাদের সকল তথ্য থাকছে। বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিচ্ছেন, এটি আমাদের মূল্যায়ন করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: দোস্ত মাহমুদ, মো: সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াহিদুর রহমান জানান, আজকের অনুষ্ঠানে সদর উপজেলার মোট ৪২০ জন মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০৭ জন জীবিত ও ২১৩ জন মৃত মুক্তিযোদ্ধা রয়েছেন। মৃতদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা স্মার্ট কার্ড ও সনদ গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page