November 13, 2025, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন আগামী বছর হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী ভোটার নিবন্ধনে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য ২০ হাজার ২৬৫ মেট্রিক টন চাল সহায়তা দিল দ. কোরিয়া গত অক্টোবরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাকফুল- আংটি-বদনা ফিরে পেলেন বাগেরহাটের শ্রাবণী বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটে অবাধে চলছে অতিথি পাখি শিকার চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ ; বরিশালের জেলারা হতাশায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জলে নেমেছেন জেলেরা। ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে বরিশাল, কুয়াকাটা ও চাঁদপুরে তেমন ইলিশ না পেয়ে হতাশ তারা। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে, এবার প্রজনন মৌসুমে ৮৪ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে।

ভোলার মেঘনা নদীর তীরে মাছ ঘাটগুলো জমজমাট। সকাল থেকে এখানে ভিড়ছে মাছ ধরা ট্রলার। হাঁকডাকে পাইকারি বিক্রি হচ্ছে ইলিশ।

এক কেজি ওজনের এক হালি ইলিশ সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা, এক কেজির বেশি হলে হালি ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রচুর পাঙ্গাস মাছও ধরা পড়ছে জালে।

জেলেরা জানান, প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে। সেই সঙ্গে বড় বড় পাঙ্গাশও পাওয়া যাচ্ছে।

বরিশালে ইলিশ কম ধরা পড়ায় দাম চড়া। ব্যবসায়ীরা বলেন, গত বছর নিষেধাজ্ঞার পর প্রচুর মাছ ধরা পড়েছে। কিন্তু এবার পরিমাণ কম, তাই দামও বেশি।

ব্যবসায়ীরা জানান, যেখানে মাছ ছিল ৭-৮শ’ সেখানে ১৪-১৫শ’ টাকা কেজি। মাছ ধরা পড়ছে কম, এজন্য দাম চড়া।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় প্রত্যাশিত ইলিশ না পেলেও মিলছে পাঙ্গাসসহ অন্যান্য মাছ।

জেলেরা জানান, আগে ৫-১০ মাছ পাওয়া যেতো সেখানে এখন পাওয়া যাচ্ছে ৪-৫টা। এবার ইলিশ পাওয়া যাচ্ছে না তবে পাঙ্গাশ ধরা পড়ছে।

সাগরে জাল ফেলে ইলিশের দেখা না পেয়ে হতাশ কুয়াকাটা ও কলাপাড়া উপকূলীয় সমুদ্রগামী জেলেরা।

এখানকার জেলেরা জানান, ২৫টি জাল মেরে মাছ পেয়েছি ৪টা।

বরগুনার মাছ বাজার সরগরম হলেও ইলিশের উপস্থিতি কম। প্রায় মাছের পেটে ডিম বলছেন সাধারণ মানুষ।

এবার ইলিশের প্রজনন মৌসুমে ৩০ শতাংশ বড় ইলিশ ডিম ছেড়েছে যা আগে কখনো হয়নি। যুক্ত হয়েছে ৪০ হাজার কোটি জাটকা। অভিযান সফল হয়েছে বলে মনে করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, “এবছর ৮৪ শতাংশ মা-ইলিশ ডিম দিয়েছে। আমরা মনে করছি, এবারে ডিম দেওয়ার যে সফলতা তা অত্যন্ত ভালো দিক।”

অন্যদিকে ইলিশ একসঙ্গে সব জায়গায় বিচরণ করে না উল্লেখ করে অচিরেই প্রত্যাশিত ইলিশ ধরা পড়বে বলে মনে করছেন এই গবেষক।

ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, “ইলিশ তো সব নদীতে সমানভাবে বিচরণ করেনা। একটু অপেক্ষা করতে হবে, ইলিশ আসছে।”

ইলিশের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বলে জানান এই গবেষক।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, “শুধু পাঙ্গাশ মাছ না নদ-নদীতে অন্যান্য মাছও বেড়েছে।”

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page