অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ চীন সাগরের আকাশে চীন এবং আমেরিকার দুটি বিমান গত সপ্তাহে যে বিপজ্জনক ঘটনার মুখোমুখি হয়েছিল তা নিয়ে আমেরিকার বক্তব্যকে অপবাদ এবং প্রতারণা বলে অভিযুক্ত করেছে চীন। দেশটি বলছে, মধ্য আকাশে যে ঘটনা ঘটেছে তাতে আমেরিকা দায়ী এবং মার্কিন বিমান আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করে একটি মারাত্মক দুর্ঘটনা পরিস্থিতির সৃষ্টি করেছিল।
এ ঘটনায় চীনকে দায়ী করে শুক্রবার মার্কিন ভারত-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে চীন।
মার্কিন কমান্ড দাবী করেছে চীনের একটি জে-১১ জঙ্গিবিমান মার্কিন বিমান বাহিনীর আরসি-১৩৫ বিমানের দিকে দ্রুতগতিতে এগিয়ে যায় এবং মাত্র ছয় মিটারের মধ্যে চলে গিয়েছিল যা ছিল অত্যন্ত অনিরাপদ ও বিপজ্জনক ঘটনা। চীনা বিমানের এই শত্রুতাপূর্ণ আচরণ থেকে বাঁচার জন্য আমেরিকার গোয়েন্দা বিমানটি দ্রুতগতিতে পথ পরিবর্তন করে। এ বিষয়ে তারা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায়, দুটি বিমান পরস্পরের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। গত ২১ ডিসেম্বর এই ঘটনা ঘটে। কিন্তু চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপত্র তিয়ান জুলিন আমেরিকার এই দাবি নাকচ করে বলেছে, দক্ষিণ চীন সাগরের মধ্য আকাশে যে ঘটনা ঘটেছে তার জন্য প্রকৃতপক্ষে আমেরিকার বিমান দায়ী এবং বিমানটি অত্যন্ত বিপজ্জনকভাবে গতিপথ পরিবর্তন করেছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে এবং অসত্যভাবে চীনকে দায়ী করছে কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনার জন্য আমেরিকা নিজেই দায়ী।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের পাইলট অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং মানসম্পন্ন উপায়ে সমস্ত নিয়মকানুন মেনে বিমান চালিয়েছে। কয়েকবার মার্কিন বিমানকে সতর্ক করার পরেও বিমানটি আকস্মিকভাবে তার গতিপথ পরিবর্তন করে এবং একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে।
Leave a Reply