অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (সোমবার) তেহরানে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন।
তিনি জানান, এই চুক্তির নানা দিক রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি এবং পরিবেশ খাত। এর পাশাপাশি প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ও এই চুক্তির আওতায় থাকবে বলে তিনি জানান।
বাকায়ি জানান, গত গ্রীষ্মের প্রথম দিকে চুক্তির খসড়া ইরান ও রাশিয়া অনুমোদন করেছে এবং এখন দুই দেশের প্রেসিডেন্ট চূড়ান্ত চুক্তিতে সঠিক সময়ে স্বাক্ষর করার জন্য অপেক্ষা করছেন।
চুক্তির ব্যাপারে আগের বিভিন্ন সময়ের আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তেহরান ও মস্কোর সম্পর্ক জোরদার করার জন্য আগের সমস্ত ডকুমেন্ট আপডেট করতে হবে।
দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া কৌশলগত ঘনিষ্ঠ মিত্র এবং পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক গভীর করেছে।
Leave a Reply