অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে ২৬ মে রওনা দেবে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট। আর এই রকেটে করে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবেন রায়ানা বারনাউই নামের এক সৌদি নারী। এর মাধ্যমে সৌদি আরবের প্রথম নারী হিসেবে অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। তার সঙ্গে মহাকাশে যাবেন সৌদির পুরুষ নভোচারী আলী আল-কুরনি। আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাক্সিয়োম স্পেসের পক্ষ থেকে এই মহাকাশযাত্রার আয়োজন করা হয়েছে। তাদের সাহায্য করবে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়সহ প্রশাসনের আরও বেশ কয়েকটি বিভাগ। -এএফপি
Leave a Reply