মোঃ ফাহিমুল ইসলাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহেশপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী।
৫ ডিসেম্বর দুপুরে এমপি প্রার্থী সালাহ উদ্দীন মিয়াজী তার মহেশপুরস্থ চৌগাছা বাস স্ট্যান্ডের নির্বাচনী কার্যালয়ে মহেশপুর উপজেলা এলাকায় বিভিন্ন টেলিভিশন ও প্রিন্টিং মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় এমপি প্রার্থী সালাহ উদ্দীন মিয়াজী তার পিতা মইনুদ্দীন মিয়াজীর পৈত্রিক নিবাস মহেশপুরের পান্তাপাড়ায় উল্লেখ করে ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ ও স্বাধীন বাংলাদেশের ১৯৭৩ সালের নির্বাচনে এ আসন থেকে বিজয়ী তার পিতা মইনুদ্দীন মিয়াজীর বংশ পরিচয় ও রাজনৈতিক পরিচয় তুরে ধরেন।
এ সময় তিনি তার নিজের চাকুরী জীবনের বিস্তারিত তুলে ধরেন। বঙ্গবন্ধুর সাথে তার পিতার রাজনৈতিক সংশ্লিষ্টতার বর্ণনা দিয়ে তিনি তার চাকুরী জীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব থাকাকালে তার সান্নিধ্য পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি আরও বলেন রাজনীতিতে এসেছেন প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায়।
সামরিক বাহিনীতে চাকুরী করলেও তিনি রংপুর সেনানিবাসের জিওসি থাকাকালে কৃষিতে অবদান রাখায় তিনি প্রধানমন্ত্রী গোল্ড মেডেল পেয়েছেন। চাকুরী জীবনে তিনি বেশ কযেকবার বিদেশ মিশনে কর্মরত থেকে অর্পিত দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় কালে তিনি বলেন, সামরিক বাহিনীতে চাকুরী করলেও তিনি মূলতঃ কৃষি বান্ধব একজন মানুষ। তিনি নির্বাচনে বিজয়ী হলে মহেশপুর ও কোটচাদপুর উপজেলার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ নিয়ে কাজ করবেন।
এসময় তিনি সাংবাদিদেরকে বাস্তব সত্য কথাগুলো তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, অর্থ সম্পাদক মোঃ সোহেল রানা, দপ্তর সম্পাদক মোঃ ফাহিমুল ইসলাম, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও সাংবাদিক এনামূল হক দুলুসহ সকল সাংবাদিকবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, আওয়মী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক শিল্পি, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মহেশপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী পাঠান, মহেশপুর উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, যুবলীগের সাবেক নেতা শরিফুল ইসলাম ভোলন, যুবলীগ নেতা ইয়াকুব আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমানসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply