October 23, 2025, 1:22 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত ফেসবুকে পরিচয় ; বন্ধুত্বের টানে নাটোরে মার্কিন ব্যবসায়ী তেরি পারসন গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে জাতিসংঘ আদালতের নির্দেশ শত্রুর হামলা থেকে বাঁচতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল উত্তর কোরিয়া এআই বিভাগে ৬০০ কর্মী ছাঁটাই করছে ফেসবুক-এর মালিকানা প্রতিষ্ঠান মেটা পুতিনের ওপর চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে : ট্রাম্প  শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্টা পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার বিজিবিতে নতুন ২ হাজার ২৫৮ পদ সৃষ্টি দেশের বাজারে স্বর্ণে বড় দর পতন
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। আজ মঙ্গলবার ২৭ মে সকাল ৯ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

মেলা উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যসহ শতাধিক কৃষক এতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান এবং সদর উপজেলা কৃষি অফিসার মোঃ তোজাম্মেল হক।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন অনেক আগে আমাদের বাপ-দাদারা কৃষি কাজের সাথে সংযুক্ত ছিল অনেকেই কৃষির উপর নির্ভরশীল ছিল যুগের সাথে অনেকেই কৃষির সাথে সংযুক্ত নেই এখন থেকে কৃষির উপর আমাদের নজর দিতে হবে।
মেলায় মোট ১৩ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে কৃষির আধুনিক প্রযুক্তি, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, জৈব সার, বীজ, ফলমূল, মধু, মাশরুম ও কৃষিজাত পণ্যের প্রদর্শনী রাখা হয়েছে।

মেলায় মাশরুম চাষে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আলাদা দৃষ্টি কেড়েছেন মহিষাডাঙ্গা গ্রামের উদ্যোক্তা নাজমুল হুসাইন। তাঁর স্টলে মাশরুম উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

আগামী তিন দিনব্যাপী এই মেলায় কৃষকদের জন্য থাকবে বিভিন্ন প্রশিক্ষণ সেশন, প্রযুক্তি প্রদর্শনী ও পরামর্শ সেবা, যা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page