ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের পাথুড়িয়া গ্রামে মধ্যযুগীয় কায়দায় হামলা ও লুটপাটের অভিযোগ।
গত শনিবার ৬ এপ্রিল সেহরির কিছু সময় পর সকাল ৫ টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাথুড়িয়া গ্রামের মৃত সবুর বিশ্বাসের পুত্র শাহারুলের বিশ্বাসের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় ৩ জন পুরুষ ও ২ জন মহিলা আহত হয়েছে।
আহত নাসরিন খাতুন (২৮) জানান, পাথুড়িয়ার মৃত সবুর বিশ্বাসের পুত্র শৈবাল বিশ্বাসকে (২২) ডান হাতে সড়কি ঢুকিয়ে দিয়েছে ছালেকের পুত্র আশিক, জিহাদ ও ফসিয়ার। মুরাদ বিশ্বাসের পুত্র ইব্রাহিম বিশ্বাসকে (২৫) বাম পায়ের উরুতে ও মাঝায় উপরে সড়কি ও বল্লভ দিয়ে আঘাত করে আকমল বিশ্বাসের পুত্র ডলার বিশ্বাস, আজাহারের পুত্র মাসুদ ও রহিমের পুত্র বদিয়ার। মৃত কাওছার বিশ্বাসের পুত্র মুরাদ বিশ্বাসকে (৬০) বাম হাত ও বাম পায়ের পাতা কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। মৃত সবুর বিশ্বাসের কন্যা আখি খাতুনকে (২০) চোখে সড়কি, পায়ে ইট দিয়ে আঘাত ও গলার ১ ভরি ওজনের সোনার চেন নিয়ে যায় বদিয়ার, ইমন ও মাসুদ। জিনারুল বিশ্বাসের নাসরিন খাতুনকে (২৮) বাম পাশের মাঝা ও ডান হাতে সড়কি ও ইট দিয়ে আঘাত করে রাহুল, জাহিদ ও মাবুদ। নাসরিন খাতুন আরও জানায় গত ২-৩ দিন রোযায় শাহারুল বিশ্বাসের ড্রাম ট্রাক চলাচলের সময় রুহুল খানের সরকারি রাস্তার আম গাছের ডাল ভেঙ্গে যায়। তখন পাতুড়িয়া গ্রামের আইয়ুব খানের পুত্র রুহুল খান (৩০), ইসমাইল খান (২৭) ও বক্কার খান (২২) নসিমন যোগে এসে শাহারুল বিশ্বাসের সাথে চরম মারমুখী উত্তেজনা ও বাকবিতন্ডা হয় তারই সূত্র ধরে ২৫ দিন পর এমন নেক্কারজনক ঘটনা।
মৃত সবুর বিশ্বাসের স্ত্রী হনুফা বেগম (৫৫) জানান, সন্ত্রাসীরা ১ শত জনের উপরে ছিলো তারা আমার ২ টা গরু, ১ টি ছাগল, ৩ টি পানির পাম্পের মটর নিয়ে গেছে এবং ৩ টা বৈদ্যুতিক মিটার ৭ টি বসত ঘরবাড়ি কুপিয়েছে।
দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, কুরাল, বল্লভ, কোপের দা, সড়কি, ঢাল, লাঠি ও ককটেল বোমা ইত্যাদি নিয়ে সজ্জিত হয়ে বাগবাড়িয়া গ্রামের রহিম বিশ্বাসের পাঁচ পুত্র বদিয়ার, তৈয়ব, সাজ্জাদ, ইউসুফ, ছালেক, বাগবাড়িয়ার আজহারীর পুত্র মাসুদ, হানেফ বিশ্বাসের পুত্র সজীব, ছালেক বিশ্বাসের পুত্র আশীক ও রিয়াদ, জবেদ বিশ্বাসের পুত্র জিহাদী, আকমল বিশ্বাসের পুত্র ডলার, জবেদের পুত্র ইমদাদুল, আওয়ালের পুত্র সোহেল, ওজেলের পুত্র আনারুল, পাথুড়িয়া গ্রামের ইশারতের দুই পুত্র জামির, আমিরুল, আমিরুলের তিন পুত্র ইমন, লিমন, আকাশ, আলিম জোয়ার্দারের পুত্র মাবুদ, বিলায়েতের পুত্র জাহিদ, পাথুড়িয়ার আলিম (৬০), আলিমের দুই পুত্র মাসুদ ও মোশাররফ, শহীদ বিশ্বাসের পুত্র আশরাফুল বিশ্বাস, মজিদের পুত্র জাহিদ, আইয়ুব খানের তিন পুত্র রুহুল খান, ইসমাইল খান ও বক্কার খান সহ দেড় শতাধিক লোকজন লুটপাট ও হামলা চালায়। আহত পুরুষ লোকজন মাগুরা সদর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত লোকজনের পরিবার মামলার জন্য প্রক্রিয়াধীন আছে এবং আইনের মাধ্যমে অপরাধীদের শাস্তি ও বিচার দাবি জানান।
পাতুড়িয়া গ্রামের হামলাকারী আইয়ুব খানের পুত্র রুহুল খান জানান, এটা গ্রাম্য দলাদলির ব্যাপার। আর তিনি এই ঘটনার বিস্তারিত কিছু জানে না। কিন্তু তাকে ছবিতে দেশীয় অস্ত্র হাতে দেখা যাচ্ছে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে কথা এড়িয়ে যায় এবং বলে ছবিতে থাকলে আছি।