ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা মহাম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নেস্তয়ারা মহাম্মদপুর ইউনিয়নের বসুর ধুলজুড়ি গ্রাম প্রশিক্ষণের মাধ্যমে ১৯৮৭ সালে ৬৪ জন সদস্য সদস্য নিয়ে আনসার ভিডিপির উন্নয়ন গ্রাম ক্লাব ও সমিতি করা হয়। তৎকালীন বসুর ধুলজুড়ি গ্রামের ৫ কিলোমিটারের মধ্যে কোন উচ্চমাধ্যমিক হাই স্কুল বিদ্যালয় ছিল না। উক্ত ক্লাব ঘরে ঐ সময়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে, ১৯৮৭ সাল এবং ক্লাবের পরিবর্তে অনত্র ক্লাব ঘর তৈরি করে দিবে বলে প্রধান শিক্ষক রিয়াজুর রহমান অঙ্গীকার করলেও ১৯৮৭ সালে ক্লাব ঘর তৈরি করে দেয় নাই। নেস্তয়ারা মহাম্মদপুর উপজেলায় প্রথম প্রশিক্ষক হিসেবে ১০ জুলাই ১৯৮৬ সালে যোগদান করেন এবং তার হাত দিয়ে উক্ত ক্লাব ঘরটি নির্মাণ করা হয়। পরবর্তীতে চাকরি জীবনের দীর্ঘ বছর পর ২০২২ সালের জানুয়ারি মাসের দিকে আবার মহাম্মদপুর যোগদান করেন। যোগদানের পরে তিনি খোঁজখবর নিয়ে দেখেন বসুর ধুলজুড়ি গ্রামের ক্লাব ঘরটিতে নিয়মিত স্কুল চললেও ক্লাব ঘরের কোন হদিস নাই। তিনি তখন প্রধান শিক্ষক রিয়াজুর রহমানের স্কুলে যাই এবং সকল শিক্ষকদের সামনে বলেন এক মাসের মধ্যে তার ক্লাব ঘর তৈরি করে না দিলে আপনার স্কুলের নামে আইনগত ব্যবস্থা করা হবে বলে জানান। আর আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য ও সদস্যাদের সংঘবদ্ধ করে ভয় দেখিয়ে উক্ত ক্লাব ঘরটি টিন সেট করে একটা রুম ভাড়া দেয়া হয়েছে এবং ভিডিপি সদস্য ও সদস্যারা এখন ক্লাবে নিয়মিত বসে এবং মাসিক চাঁদা আদায় করে ইতিমধ্যে বেশ কিছু সঞ্চয় জমা করেছে। ক্লাবের চারপাশে আম গাছ, পেয়ারা গাছ ও মেহগনি গাছ লাগানো হয়েছে। ক্লাবের নামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হেডকোয়ার্টার ক্লাবের উন্নয়নমূলক কাজের জন্য এক লাখ টাকা অনুদান করেছিলো, যার সমস্ত অনুদান অর্থ ক্লাব ঘরের পিছনে ব্যয় করেছেন।
শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সবত্র আমরা বসুর ধুলজুড়ী আনসার ও ভিডিপি ক্লাব, গ্রাম- বসুর ধুলজুড়ী, ইউনিয়ন- মহম্মদপুর, উপজেলা: মহম্মদপুর, জেলা- মাগুরা।
মৌজা ২৬ নং বসুর ধুলজুড়ী, দাগ নং-৩০/৩৮০, জমির পরিমাণ-০২ শতক। দানসূত্রে এই জমির মালিক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বর্তমানে নেস্তয়ারা মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে (ভারপ্রাপ্ত) সহকারী জেলা কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।
নেস্তয়ারা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মহম্মদপুর মাগুরায় কর্মরত আছেন। চাকরি জীবনের (১০ জুলাই ১৯৮৬ খ্রিঃ হতে ৩১ অক্টোবর ২০২৪ খ্রিঃ পর্যন্ত) সংক্ষিপ্ত কার্যক্রমের বিবরণ নিম্নে দেওয়া হল।
গত ১০/০৭/১৯৮৬ খ্রিঃ তারিখে উপজেলা প্রশিক্ষিকা হিসেবে বাহিনীতে যোগদান করে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, আনসার শাখা-১ এর স্মারক নং-৪৪,০০,০০০০.১১৪,০২,০০২.২১ (অংশ)-১৯২, তারিখঃ- ২৯ ডিসেম্বর ২০২১খ্রিঃ মোতাবেক পদোন্নতি প্রাপ্ত হয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে যোগদান করে ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করছে।
বাহিনীর ১০ টি জাতীয় সমাবেশ প্যারেডে, সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে।
জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ শিবিরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৬৪ টি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদেরকে যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে মোতায়ন করে সফলতার সাথে সম্পন্ন করে।
মাগুরা জেলার, মহম্মদপুর উপজেলায় শারদীয় দূর্গাপূজা ২৪ উপলক্ষ্যে ১০৩ টি পূজামন্ডপে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদেরকে দক্ষতার সাথে যাচাই-বাছাই করে মোতায়েন করি।
বনবিভাগ থেকে ৪,৩০০টি বনজ, ১৩০০ টি ফলজ ও ১০০০ টি ঔষধি গাছের চারা আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাদের মাঝে বিতরণ করেন এবং বিভিন্ন ক্লাব প্রাঙ্গনে বৃক্ষরোপন করে বৃক্ষরোপন কর্ম সূচীকে গতিশীল রাখাতে সহায়তা করে।
ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ গ্রহণ করে লিফলেট বিতরণে সহযোগিতা করি। ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে নিয়মিত খোঁজ খবর রাখেন।
মহম্মদপুর ইউনিয়নে বসুর ধুলজুড়ি আনসার ও ভিডিপি ক্লাবের জমিতে ১৯৮৭ সালে একটি মাধ্যমিক বিদ্যালয় গড়ে ওঠে। আমি গত ১৯/০২/২২ খ্রিঃ তারিখে যোগদানের পর পুরোনো জায়গা পুনরুদ্ধার করে সেখানে ১ টি টিনশেড নির্মান করে আনসার ও ভিডিপি ক্লাব সমিতির কার্যক্রম চালু করতে সক্ষম হন। প্লাটুন ভুক্ত ভিডিপি সদস্য ও সদস্যাদের নিয়ে ইউনিয়ন পরিষদের অফিসকক্ষে মিটিং, উঠান বৈঠকে সম্পদের সুষ্ঠ ব্যবহার, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশুপচার রোধে সামাজিক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান করে প্রশাসনকে সহযোগিতা করে আসছে। অন্তবর্তীকালীন সরকারের সময় বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত ও নিরাপত্তা জন্য তাদের মধ্যে সচেতনা প্রদান করেন এবং বিভিন্ন জায়গায় ভিডিপি মোতায়েন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।
থানা নিরাপত্তার জন্য থানাতে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করে থানার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
উপজেলা পরিষদের নিরাপত্তার জন্য আনসার ও ভিডিপি সাধারণ আনসার সদস্য মোতায়েন করে উপজেলা পরিষদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইহাছাড়া সময় মত অফিসে উপস্থিত থেকে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে সু-সর্ম্পক রেখে আমার উপর অর্পিত সকল দায়িত্ব-কর্তব্য, ন্যায়-নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন।
নেস্তয়ারা, উপরোক্ত কাজের স্বীকৃতি স্বরুপ ও তার চাকুরিকাল শেষের দিকে আগামী ৩০/০৪/২৫ খ্রিঃ তারিখে পিআরএল গমনকালে প্রেসিডেন্ট ভিডিপি (সেবা) পদক পাওয়ার যোগ্য তিনি।
Leave a Reply