ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের যুবদল নেতা শরিফুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে গত মঙ্গলবার ৭ জানুয়ারি বিকাল ৪ টার সময় বেরইল বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অতি দ্রুতই হত্যার মাস্টারমাইন্ড সদ্য বিএনপি থেকে বহিস্কৃত ইউপি সদস্য মামলার অন্যতম আসামী রাজা গাজী, চেয়ারম্যান এনামুল হক রাজা, তাজেনুর রহমান সহ আসামিদের গ্রেফতারের জোর দাবি জানান। বেরইল পলিতা বাজারে ইউনিয়ন যুবদল নেতা শেখ শরিফুল ইসলাম প্রকাশ্য দিবালকে খুন নিন্মের সকল খুনি কে আওয়ামী সন্ত্রাসীদের ফাঁসি চাই, এই শ্লোগান নিয়ে এলাকাবাসীর মানববন্ধন।
আসামীরা হলো রাজা গাজী, রাজা মোল্লা, তাজেনুর রহমান, সাগর গাজী, ডাকাত মনির, মুস্তাক গাজী, মিরাজ, মিল্টন, রিপন, আসলাম, তুফান, মাজহারুল, নাসির গাজী, বাদশা গাজী, শাহিন গাজী, রসুল গাজী, ইয়াছিন গাজী, নাজমুল শিকদার, ঈশান মোল্লা, বাবলু মোল্লা, মুজিবর মোল্লা সহ আরো অনেকের ফাঁসি চেয়ে মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের পিতা বিএনপি নেতা সাবেক মেম্বার আকবার মোল্লা, দক্ষিণ মাগুরার সাবেক বিএনপির সভাপতি শেখ শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক মির্জা আবজাল হোসেন, বিএনপি নেতা হাবিবুল ইসলাম বাহার, সদস্য সচিব বেরইল-পলিতা ইউনিয়ন বিএনপি মোঃ সিরাজুল ইসলাম, দক্ষিণ মাগুরার যুবদলের আহবায়ক ইমরুল মুন্সী, স্বেচ্ছাসেবক দলের রুবেল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি মোঃ শিহাদ হোসেন, বিএনপি নেতা বাউল শিল্পী গোলাম মোওলা, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন, ইউপি সদস্য বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা বুলবুল সহ ইউনিয়নের শত শত বিএনপি সহ স্থানীয় জনগণ।
Leave a Reply