মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মহিলা ইউপি মেম্বার রহিমা খাতুনের বাড়িঘর দূর্বৃত্তদের হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সরজমিনে গত বুধবার ১৪ আগস্ট দেখা যায়, ইউপি মেম্বার রহিম খাতুনের বাড়িঘর গত ৫ আগস্ট সন্ধ্যা ৬.৩০ টার সময় একদল দূর্বৃত্তকারী লোকজনদের হামলায় ভাংচুর ও লুটপাট করা হয়।
গোপন সূত্রে জানা যায়, জুলফিকার নামের এক লোকের ছেলে প্রধান ভুমিকায় ছিলো ভাংচুরের কাজে। রহিমা খাতুনের বাড়িঘর ভাংচুর করে ফ্রিজ, টিভি ও আসবাবপত্র ভাংচুর ও ৫ ভরি ৩ আনা স্বর্ণের গয়না, ১৭ মন পেঁয়াজ বিক্রির টাকা, ১৮ মন পাট বিক্রি টাকা, নগদ ১ লাখ ৫৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এছাড়াও দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের ভাড়াটিয়া মনিরা ম্যাডামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দূর্বৃত্তদের দল। ভুক্তভোগী মেম্বার রহিমা খাতুন জানান, ঘটনার দিন দূর্বৃত্তদের দল আমাকে বলে ওরে নটি মেম্বার হয়েছিস এই বলে তারা আমার বাড়িতে ভাংচুর শুরু করে ও লুটপাট করে টাকা ও সোনা নিয়ে চলে যায়। এখন আমি বাড়ি থেকে বাইরে পলাতক আছি এলাকার কুচক্রী মহল আমার কাছে বাড়িতে ওঠার জন্য চাঁদা দাবি করছে। আমি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতা কামনা করছি যাতে আমি নির্ভয়ে বাড়িতে বসবাস করতে পারি এবং আমার মালামাল ভাংচুরের ক্ষতিপূরণ ও লুটপাট কৃত টাকা ও সোনা ফেরৎ চাই।
Leave a Reply