November 18, 2025, 6:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশি ও মাদক আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আদেশ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার প্রবেশে বাধা ; পুলিশ ও ছাত্রজনতার সংঘর্ষ কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় মা ও ভাইকে কুপিয়ে হত্যা ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশি জেলেকে আটক করলো ভারতের কোস্ট গার্ড রাঙ্গামাটিতে অটোরিকশায় বন্যহাতির আক্রমণে ২ জন নিহত সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর : ভারতের সেনাপ্রধান মিয়ানমারের মডং শহরের দখল নিয়েছে কারেন বিদ্রোহীরা
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পেনশনভোগী সদস্যদের চেক বিতরণ ও বার্ষিক সাধারণ সভা 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখার পেনশনভোগী সদস্যদের মধ্যে “এককালীন অনুদান, শিক্ষাবৃত্তি, জরুরী ও জটিল রোগের চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। স্থান: জেলা অডিটোরিয়াম, মাগুরা। সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১০ টার সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখা এর আয়োজনে সাধারণ সভা করা হয়।
অধ্যক্ষ (অবঃ) ও চেয়ারম্যান, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখা প্রফেসর মো: মাহফুজুর রহমান খান এর সভাপতিত্বে ও  কোষাধ্যক্ষ মোঃ ফারুক রেজা এর সঞ্চালনায় ও উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রোকুনুজ্জামান।
পবিত্র কুরআন শরীফ তেলওয়াত করেন, সদস্য মেসবার রহমান, গীতা পাঠ করেন গগন চন্দ্র সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাজেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাগুরা জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান আবু মোঃ ফিরোজ, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কুদ্দুস বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশেক- ই- ইলাহী, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক রেজা, যুগ্নু কোষাধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, নির্বাহী সদস্য মোঃ অতাউর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, মোকাররম হোসেন, গগন চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, শেখ মোঃ মেসফর রহমান, মমতাজ শিরিন, জমির হোসেন মিয়া, খলিলুর রহমান সহ প্রমুখ।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রোকনুজ্জামান ১৫ জন সদস্যদের মধ্যে শিক্ষাবৃত্তি ১ লাখ ৬০ হাজার টাকা, ৩৯ জনকে এককালীন অনুদান ৩ লাখ ১২ হাজার টাকা, ৩৬ জনকে জরুরি চিকিৎসার জন্য ৪ লাখ ৩০ হাজার টাকা, জটিল চিকিৎসার জন্য ৩ জনকে ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন।
সাধারণ সভায় বক্তারা বলেন, আমরা আমাদের সদস্য বৃন্দ যারা চির বিদায় নিয়েছেন সে সকল সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং পরম করুণাময় আল্লাহর নিকট তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্রদের বৈষম্য আন্দোলন ও আপামর জনসাধারণের আন্দোলনের ফলে স্বৈরাচার শাসকের নিকট থেকে দেশ মুক্ত করার জন্য যে সকল ছাত্র ও আপামর সাধারণ জনগণ আত্মাহুতি দিয়েছেন তাদের বিদেহী আত্মার জন্য মহান আল্লাহর নিকট মাগফিরাত কামনা করি এবং যারা ঐ আন্দোলনে গুরুতর আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তাদের সুস্থতার জন্য দোয়া করি। নানা প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা ২০২৪ সাল অতিক্রম করেছি। এতদ:সত্ত্বেও আমরা ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন প্রেস করার সুযোগ পাওয়ার জন্য মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আগত নতুন বছর আমাদের সকলের জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page