October 11, 2025, 12:54 pm
শিরোনামঃ
নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় অবৈধ নাম ফলক অপসারণের জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গ্রামবাসীর অভিযোগ 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  মাগুরায় অবৈধ নাম ফলক অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে এলাকাবাসী।

রবিবার ৩ নভেম্বর তারিখে দুপুরে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদনপত্র গুলো তাদের প্রতিনিধির মাধ্যমে মাগুরা জেলা প্রশাসক, জেলা নির্বাহী প্রকৌশলী, এলজিইডি মাগুরা, নির্বাহী অফিসার শ্রীপুর, সড়ক ও জনপদ মাগুরা বরাবর পৌঁছে দেন। অভিযোগ পত্র থেকে জানাগেছে, মাগুরা শ্রীপুর উপজেলা কাদিরপড়া ইউপির দোরাননগর গ্রামে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল সরকারি নিয়ম ভঙ্গকরে নিজের নামে করেছে রাস্তার নামকরণ।দোরান নগর গ্রামে গড়াই নদীর তীর ঘেঁষে এই ২ কি:মি কাঁচা ও পাঁকা রাস্তাটিতে তিনার নামের ফলক রয়েছে অন্ততঃ অর্ধশত ফলক। যেটা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে,তিনার উদ্দেশ্য কি রাস্তা সংস্কার করে জনগণের সেবা নাকি নিজের নাম মানুষের মাঝে চাউর করা,সেটা আমারা বোধগম্য নয়।রাস্তা সংস্কারে কাবিটা ও সাবেক চেয়ারম্যানের  অনুদান থাকলেও সামান্য ব্যায় করেই তার নামে এই ফলক গুলো তিনি নির্মাণ করেন, যাতে জনসাধারণের রাস্তায় চলাচলে সমস্যার পাশাপাশি ঘটছে দূর্ঘটনা।

এই রাস্তা সংস্কারে আমরা গ্রামবাসী টাকা ও শ্রম দেওয়ার পাশাপাশি  সরকারি বরাদ্দ পায় ২লক্ষ টাকা, সাবেক চেয়ারম্যান দেন ৫০ হাজার ও পঙ্কজকান্তি  কিছু টাকা দিয়ে দলীয় ক্ষমতা ব্যবহার করে,সরকারি নিয়মনীতিকে বৃদ্ধা আংগুলী দেখিয়ে নিজের নামে রাস্তার নামকরণের ফলক লাগিয়ে দেয়। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পরেও সরকারি ভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা ক্রোধ প্রকাশ করেন।

স্থানীয়দের আপত্তির মুখে এক অনলাইনে সাক্ষাৎকারে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল বলেন,এ ফলক গুলো আমি নির্মাণ করিনি,হয়তো এলাকার লোকজন আমাকে ভালোবেসে এ গুলো করেছে,সরকার চাইলে সেটা ভেঙে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই।মাগুরা জেলা প্রশাসক মো:অহিদুল ইসলাম আবেদন পত্র গ্রহণ করে, দ্রুত ফলক অপসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page