ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : শিক্ষা, ঐক্য, প্রগতি ও উন্নয় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে আমুড়িয়া ইউনাইটেড সামাজিক ও যুব উন্নয়ন ক্লাব মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ দলীয় ডে-নাইট শটপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার সময় আমুড়িয়া এলাকার মোঃ শাহাদৎ বিশ্বাসের সভাপতিত্বে ১৬ দলীয় ক্রিকেট খেলা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওবায়দুল্লাহ বিন হাফিজার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা মূখ্য সংগঠক মোঃ রকিবুল ইসলাম রাকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহবায়ক মোঃ সেলিম রেজা, মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য মোঃ রিমোন হোসেন, আমার বাংলাদেশ পার্টি মাগুরা জেলা শাখা আহবায়ক মোঃ ইমরান নাজির, আমুড়িয়া কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ প্রভাষক মোঃ আকরাম হোসেন প্রমুখ।
এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সেলিম ও রকিবুল ইসলাম রাকিব।
প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আমুড়িয়া ইউনাইটেড সামাজিক ও যুব উন্নয়ন ক্লাবের নিয়ম অনুযায়ী কাগজপত্র ঠিক থাকলে আগামীতে নির্বাচনের আগেই ক্লাবের রেজিষ্ট্রেশন হবে। অন্তবর্তীকালীন সরকারের বিশেষ দায়িত্ব পালন করার সময় মাগুরা জেলার বিভিন্ন অনুদান, পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট সহ যাবতীয় উন্নয়নমূলক কাজগুলো আমার হাতের মাধ্যমে এসেছে। বিগত ১৬ বছরের আওয়ামীলীগের শাসন আমলের চিত্র আর গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই বর্তমান সময়ের চিত্র দেখেন আপনারা মাগুরা জেলা সহ বিশেষ করে মাগুরা দক্ষিণ ইউনিটের ৪টি ইউনিয়নের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর সামনে মাগুরা-২ থেকে এমপি পদপ্রার্থী হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে ৫ বছরের ক্ষমতায় পাঠালে আমি কথা দিচ্ছি এখানে নতুন করে আরেকটি উপজেলা করে মাগুরা-২ আসনের ব্যাপক উন্নয়ন করবো। তিনি তরুণ প্রজন্মের সকলকে ও সকল শ্রেণির মানুষের কাছে ভোটের জন্য প্রচার ও ভোট কামনা করেন।
১৬ দলীয় ক্রিকেট ফাইনাল খেলায় মেসার্স মনির ফিলিং স্টেশন মাগুরা, ৭৭ রানে ৭ উইকেট ও জগদল স্পোর্টিং ক্লাব, ৬০ রানে ৪ উইকেট তাই মেসার্স মনির ফিলিং স্টেশন মাগুরা ১৭ রানে জয়লাভ করে প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি টেলিভিশন পেয়েছেন এবং জগদল স্পোর্টিং ক্লাব দ্বিতীয় পুরস্কার ১৮ ইঞ্চি টেলিভিশন পেয়েছেন।