ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাগুরা জেলার আয়োজনে গত ২৪ অক্টোবর রোজ বৃহস্পতিবার হোটেল দ্যা রয়েল কনফারেন্স রুমে মাগুরা জেলার ০৮টি ক্লাস্টারের আরসিসিএস এর প্রতিনিধি নিয়ে জেলা পর্যায়ে আরডিসিএস পরিষদ সভায় নির্বাহী কমিটি ও সোশ্যাল অডিট কমিটি গঠন করা হয়। উক্ত সভাই উপস্থিত ছিলেন মো: শহীদ উল্যাহ্ (উপ-মহাব্যবস্থাপক – সংগঠন উন্নয়ন, এসডিএফ প্রধান কার্যালয়), মো: কামাল বাশার ( আঞ্চলিক পরিচালক – এসডিএফ যশোর অঞ্চল), মো. আল-আমিন ( উপ-ব্যবস্থাপক- এইচআর), কামাল উদ্দিন ( আঞ্চলিক ব্যবস্থাপক- আইসিবি, যুব ও কর্মসংস্থান), মাহমুদ হাসান ( জেলা ব্যবস্থাপক- এসডিএফ মাগুরা)
এবং মো. বেলায়েত হোসেন (এসিস্ট্যান্ট ম্যানেজার- আইবি, এসডিএফ প্রধান কার্যালয়) । আরো উপস্থিত ছিলেন সকল জেলা কর্মকর্তা & ক্লাস্টার কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ। ৮ টি ক্লাস্টার হতে মোট ৩২ জন সদস্যের প্রত্যক্ষ ভোট প্রদানের মধ্যে দিয়ে মাগুরা জেলায় আরডিসিএস এর ০৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ০৩ সদস্য বিশিষ্ট সোশ্যাল অডিট কমিটি গঠন করা হয়।
মাগুরা জেলার আরডিসিএস এর নির্বাহী কমিটি সভাপতি নির্বাচিত হন ২নং বুনাগাতী ক্লাস্টার আরসিসিএস এর সভাপতি স্বপ্না বিশ্বাস, সেক্রেটারি নির্বাচিত হন ৭নং ক্লাস্টার আরসিসিএস এর সেক্রেটারি সাথী খাতুন, ক্যাশিয়ার নির্বাচিত হন ৮নং জগদল ক্লাস্টার আরসিসিএস এর ক্যাশিয়ার আফরোজা খাতুন এবং সোশ্যাল অডিট কমিটি আহবায়ক নির্বাচিত হন ৪নং নাগড়া ক্লাস্টার আরসিসিএস এর স্যাক এর আহবায়ক আয়শা খাতুন। উপস্থিত সকল সদস্য ও নব নির্বাচিত মাগুরা জেলার আরডিসিএস প্রতিনিধিদের অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন আঞ্চলিক পরিচালক মো. কামাল বাশার ও উপ-মহাব্যবস্থাপক জনাব শহীদ উল্যাহ্ এবং আরডিসিএস কমিটির বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ ও কার্যক্রম বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত আলোকপাত করেন। এসডিএফ মাগুরা জেলার সার্বিক সহযোগিতায় আরডিসিএস এর কমিটি গঠন প্রক্রিয়া সমাপ্ত হওয়ায় আঞ্চলিক পরিচালক কামাল বাশার জেলা ব্যবস্থাপক জনাব মাহমুদ হাসান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উক্ত প্রোগ্রামটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (আইসিবি) প্রতাপ কুমার দাস।
Leave a Reply