ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : নড়াইল জেলায় বাড়ি শাহাজালাল চোর ইজিবাইক বিক্রি করতে এসে ভাংড়ীর ব্যবসায়ী সাহেব আলীর কাছে বিক্রয় করতে এসে ভায়নামোড় মাগুরা এসে হাতে নাতে ধরা পড়েছে। সাথে থাকা নাহিদ পালিয়েছে তার বাড়িও নড়াইল। সে লিটন নামে মাগুরা জেলায় বাড়ি কিছু দিন পূর্বে তাকে অজ্ঞান করে তার কাছে নাহিদ ও শাহজালাল ইজিবাইক ছিনতাই করে ছিলো।
সোমবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় মাগুরা সদর থানা অভিযোগ সূত্রে জানা যায়,
মোঃ লিটন মিয়া (৪০), পিতা-সাখাওয়াত হোসেন, সাং-কুকনা, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিনের ন্যায় লিটন মিয়া তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত পাতা রংয়ের ইজিবাইক নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে গত ইং-০৯/০৯/২০২৪ তারিখ বেলা ১০ টার সময় ভায়না মোড়ে অবস্থান করছিলো। ঐ সময় অজ্ঞাতনামা ২ জন লোক (শাহাজালাল ও নাহিদ) এসে বেরইল পলিতা বাজারে যাবে বলে ভাড়া ঠিক করে। লিটন মিয়া লোক ২ জনকে তার ইজিবাইকে উঠায়ে বাহারবাগ শ্বশান ঘাটে বেলা ১১ টার সময় পৌঁছালে তার মাথায় ঝিম ঝিম ভাব আসে। তখন অজ্ঞাতনামা ২ জন তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে তার ১ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি চুরি করে নিয়ে চলে যায়। অজ্ঞাতনামা বিবাদীদ্বয় কৌশলে তাকে চেতনা নাশক দ্রব্য দিয়ে সেন্সলেচ করে তার ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় লিটন মিয়া মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে সামান্য সুস্থ হয়ে লিটন মিয়া সহ তার নিকটতম লোকজন মিলে অনেক খোঁজাখুঁজি করে চুরি যাওয়া ইজিবাইক সহ ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহে ব্যর্থ হয়ে স্থানীয়ভাবে আলাপ- আলোচনা করে মাগুরা সদর থানায় অভিযোগ দায়ের করে।
লিটন মিয়া জানান, আমার ইজিবাইক ছিনতাই করার সময় শাহজালাল ও নাহিদ ছিলো। আজ আমি তাদেরকে চিনতে পারছি এবং এই ইজিবাইক চোরদের বিষয়টি পুলিশের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করুক। আর আমার ছিনতাই হওয়া ইজিবাইকটি ফেরত পেতে মাগুরা সদর থানার পুলিশের সহায়তা কামনা করছি।
Leave a Reply