ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ করিডোর এবং আঞ্চলিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (ওয়েকেয়ার), ফেজ-১:এলজিইডি এলসিএস চুক্তির শেষে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি শুরু করার বিষয়ে ওয়েস্টার্ন ইকোনমিক ট্রেনিং অনুষ্ঠিত। সোমবার ২৩ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিশ্বব্যাংকের সহায়তায় ওয়েকেয়ার এর অধীনে, ফেজ-১: এলজিইডি মাগুরা সদর উপজেলা পরিষদ হলকক্ষে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর এবং রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (ওয়েকেয়ার), ফেজ-১: এলজিইডি দ্বারা সংগঠিত ২ দিনব্যাপী ট্রেনিং এর শুভ উদ্বোধন করা হয়।
ট্রেনিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মমিন মজিবুল হক শামাজী তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, ওয়েকেয়ার, ফেজ-১: এলজিইডি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান উপ-প্রকল্প পরিচালক, ওয়েকেয়ার, ফেজ-১: এলজিইডি, এএনএম ওয়াহেদুজ্জামান নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাগুরা সদর, চেয়ারপারসন: ইশরাত জাহান উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর, মাগুরা।
Leave a Reply