ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নে মহিদুল ইসলামের ইছাখাদা বাজারে এজেন্ট ব্যাংকসহ দোকান ব্যবসা প্রতিষ্ঠানে চিহিৃত ১৫-২০ জনের দুর্বৃত্তরা পুর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে নগদ ১০ লক্ষ টাকাসহ প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল লুটপাট ও ভাংচুরের অভিযোগ করেছেন।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায় এসব লুটপাট ও নগদ টাকার কথা। ভুক্তভোগী মহিদুল প্রতিবেদককে জানান, পোষ্ট ই সেন্টার ব্যাংক এশিয়ার মালামাল গুলোর মধ্যে ৬ টি ল্যাপটপ, ৩টি কীবোর্ড, ৯টি হার্ডডিক্স, ৪টি পাওয়ার সাপ্লাই, প্রিন্টার লেজার, প্রিন্টার কালার, লেমিনেটিং মেশিন, ওয়েব ক্যামেরা, স্মার্ট ফোন, ট্যাব মোবাইল, ব্যাংক রেজিষ্টার, মডেম, এটিএম পেজ মেশিন, ক্যাশ টেবিল, চেয়ার, অটোবির বিভিন্ন আসবাবপত্র, মেলামাইন, হার্ডবোর্ড, ব্যাক লোন ফাইল, জমির মুল্যবান দলিল পত্র, চেকবই, গ্রাহক এটিএমকার্ড, মোবাইল সার্ভিসিং সামগ্রী, ইটের ঘর কক্রিটসহ বহু মুল্যবান আসবাব পত্র প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল লুটপাট এবং মাকের্টের ভিতর সব দোকান ভাংচুর ও গালাগালিজ করে চলে যায়।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, মিডিয়া, সেনাবাহিনী ও প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্তে বিচার দাবী করেন এবং লুটপাট কৃত মালামাল উদ্ধার কামনা করেন।
Leave a Reply