ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়কে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভজন কুমার গুহ (৫৫) নামের এক কলা বিক্রেতা। শনিবার ২৬ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভজন গুহ ওই এলাকার মৃত সন্তোষ কুমার গুহের ছেলে এবং জামরুল তলা বাজারে কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে রক্তমাখা ছুরিসহ মোহাম্মদ আবির (৩০) নামে এক যুবককে আটক করে। আবিরের হাতেও রক্তের দাগ দেখা যায়, যা উপস্থিত জনতা ও পুলিশ সদস্যদের নজরে আসে।