ফারুক আহমেদ, বিশেষ প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে প্রকল্প টিআর কাজের পিআইসি মেম্বার মনিরুল উরুড়া কুদ্দুস বিশ্বাসের বাড়ি হতে মোঃ খোরশেদ এর বাড়ি পর্যন্ত রাস্তা ইট ও মাটি দ্বারা রক্ষণাবেক্ষণ ১৫০০০০ টাকা অর্থ্যাৎ ১ লাখ ৫০ হাজার টাকা কাজের বরাদ্দ নিম্ন মানের ইন্টার ইট, মাটিতে বালির পরিমাণ আফ ইঞ্চির নিচে।
অভিযোগ এখানে সর্বোচ্চ ১ লাখ টাকা খরচ হয়েছে বাকী ৫০ হাজার টাকার কোন কাজ হয়নি। সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে কাজ করেছে হাশেম মৃধার বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্ত তাহলে কাগজ ও প্রকল্প তালিকায় একরকম আর বাস্তব কাজ হচ্ছে উল্টো। এলাকার লোকজন জানায় নিম্ন মানের ইট ও মাটিতে সরাসরি কোনরকম বালির ছিটা দিয়ে ইট বিছিয়ে দিয়ে গেছে ইতিমধ্যে ২-৩ দিনের মধ্যেই বিভিন্ন জায়গায় নিম্ন মানের ইট হওয়ায় ভেঙ্গে গেছে।
তারা আরও জানায় মাটিতে বালির পরিমাণ কম দিয়ে রাস্তার ইটের উপর বেশি বালি দিয়ে চলে গেছে। প্রকল্প টিআর কাজের পিআইসি মেম্বার মনিরুল জানায়, কাজ সঠিক ভাবে করেছি এবং সাইনবোর্ড কে গাছে লাগিয়ে গেছে এটা আমার জানা নেয়।
মহম্মদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও অফিসার মোহাম্মদ রাশেদুল হাসান জানান, প্রকল্প তালিকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই আর ভালো মানের ১ নম্বর ইট, নিয়ম অনুযায়ী মাটির লেভেলিং, মাটিতে বালির পরিমাণ মতো করে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া আছে। আর প্রকল্পের কাজ অন্য স্থানে হবে এটা কখনোও সম্ভব নয় বিষয়টা আগামীকাল বুধবার ৩ ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা হবে এবং অনিয়ম করার কারণে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পিআইসির বিরুদ্ধে।