ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের রায়জাদাপুর গ্রামের রায়জাদাপুর তাহসিনুল কুরআন মাদরাসা ও এতিমখানায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে তুর্কি দেশ থেকে আগত অতিথি মুসাফির ৭ শত গরীব ও অসহায় লোকজনের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শনিবার ৯ মার্চ বেলা ১১ টার সময় হাফেজ মাওলানা মুহাম্মাদ শাফিউল্লাহ রায়জাদাপুর তাহসিনুল কুরআন ও এতিমখানা মাদরাসার মাঠ প্রাঙ্গণে খাদ্য বিতরণ করা হয়।
রমজানের খাদ্য বিতরণ করেন, ইস্তাম্বুল তুর্কি দেশের তাসিন ইয়াজান। এছাড়াও এই চাল, আটা, ডাল, তেল, চিনি খাদ্য বিতরণে সহযোগিতায় আছেন তুর্কি দেশের মেহমেত ফাতে এলমেলি ও হাজী মেহমেত সিরকি এ্যামকা, বাংলাদেশের ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি জাহেদী ফাউন্ডেশন মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল) ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল ম্যানেজিং ডাইরেক্টর, বাংলাদেশ তার্কিশ এয়ারলাইন্স মোঃ আব্দুল লতিফ শাহরিয়ার জাহেদী (প্রজ্জ্বল)।
রায়জাদাপুর গ্রামের সাবেক মেম্বার মোঃ আক্তারুজ্জামান বলেন, তুর্কি ইস্তাম্বুল দেশের দানবীর, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী তাসিন ইয়াজান খুবই সৎ, আল্লাহ ভীরু, দানশীল ও বড় মনের মানুষ। তিনি আজ রায়জাদাপুর গ্রামে ৭ শত লোকজনের মাঝে রমজানের খাদ্য বিতরণ ও নগদ ইউরো টাকা বিতরণ করেছেন। রায়জাদাপুর গ্রামের আবুল শিকদার, হারুন শিকদার, মৃত জোহর আলী শিকদারের স্ত্রী, এক অসহায় মহিলা, আক্তারুজ্জামান এদের প্রত্যেককে ২ শত ইউরো অথ্যাৎ বাংলাদেশী টাকায় ২৬ হাজার টাকা এবং মাওলানা শাফিউল্লাহর আম্মাকে চিকিৎসা বাবদ ১ হাজার ইউরো প্রদান করা হয়।
তুর্কি দেশের ইস্তাম্বুল শহরের তাসিন ইয়াজান বলেন, বাংলাদেশ তার কাছে খুবই পছন্দের দেশ। তিনি প্রতি বছর বাংলাদেশের অনেক জেলায় অসহায় ও গরীব পরিবারদের খাদ্য ও অর্থ দিয়ে সাহায্য ও সহযোগিতা করেন। তবে এর মধ্যে তিনি মাগুরা জেলায় সবচেয়ে বেশি খাদ্য বিতরণ ও সাহায্য-সহযোগিতা করছেন।
Leave a Reply