ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে বিলের মাঠে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)- শীর্ষক প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি সেশন আলোচনা করা হয়। বুধবার ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ কাশিনাথপুর, পৌরসভা ব্লকে সরিষা ফসলের বারি সরিষা ১৪ জাত নিয়ে মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে সেশন আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক মোঃ তাজুল ইসলাম।
মাঠ দিবস ও কারিগরি সেশন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পরিকল্পনা কমিশন, ফসল অনুবিভাগ, কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ যুগ্মপ্রধান ফেরদৌসী আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পরিকল্পনা কমিশন, ফসল অনুবিভাগ, কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ উপপ্রধান রত্না শারমীন ঝরা, ঢাকা খামারবাড়ি তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, প্রকল্প পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা পরিকল্পনা কমিশন, ফসল অনুবিভাগ, কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ সিনিয়র সহকারী প্রধান প্রিয়াংকা দেবী পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ রানা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (পৌরসভা ব্লক) নিকুঞ্জ কুমার মন্ডল।
কৃষক-কৃষাণীর মাঠ দিবস অংশ গ্রহণকারী পৌরসভার কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা পৌর বিএনপি জয়েন্ট সেক্রেটারি সাহেব আলী মোল্লা, মেহেদী হাসান বাপ্পী, হাবিব, আশরাফ আলী, ইয়াকুব মোল্লা, জহুরুল হক, লোকমান, সুলতান আহমেদ, হোসেন আলী বিশ্বাস, আবেদ মোল্লা, সালাউদ্দিন লেবু, আমিজ, সোবহান মোল্লা, রাজু, আসাদ, কামরুল, বছির, লিপি বেগম, বিউটি, রুপা, বিথী, চুমকি, রেকসোনা, ফাতেমা, নাসরিন, তাসলিমা, সরুপজান সহ প্রমুখ।