ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১৯ এপ্রিল সকাল ১০ টার সময় মাগুরা নোমানী ময়দান অডিটোরিয়ামে মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মত বিনিময় সভা করা হয়।
স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪) মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগ বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মোঃ জয়নাল আবেদীন।
সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসকমোঃ অহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রায় মাগুরা জেলার প্রায় ৫০০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন সরকারি দপ্তরের স্টেক হোল্ডার অফিসার বৃন্দগণ।