ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
রবিবার ৩ নভেম্বর সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘চাঁদের হাট’ মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ সেমিনারে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, পুলিশ পরিদর্শক (নিঃ) শরিফুল ইসলাম, সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার মিহির কান্তি বিশ্বাস, জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বণিক সমিতি আহবায়ক মুন্সী হুমায়ুন কবীর রাজা, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ সমিতি মাগুরা শাখা খোন্দকার মাহাবুব আলম, হোটেল মালিক সমিতির জেলা শাখা মাগুরা ফয়সাল আহমেদ রাসেল, মাগুরা জেলা কসমেটিকস ব্যবসা সমিতি সাংবাদিক খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা কৃষি বিপণন অধিদপ্তর সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তাওহিদুল ইসলাম, মারিয়া খাতুন, জেলা ভোক্তা কমিটি সদস্য ও সাংবাদিক শরীফ তেহরান টুটুল, জেলা তথ্য অফিসার পাভেল দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, মাগুরা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক সাংবাদিক ওবায়দুর রহমান, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ সহ প্রমুখ।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, মাছ বাজার ও কাঁচা বাজার থেকে পলিথিন নিষিদ্ধ করতে হবে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের মূল্য নির্ধারনের ব্যাপারে প্রশাসন কাজ শুরু করে দিয়েছে।
Leave a Reply