ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে শালিখা ও মহম্মদপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২ মে সকাল ১০ টার সময় হতে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব ভবনের সম্মেলন কক্ষ (কাছারি) হলরুমে প্রতীক বরাদ্দ করা হয়।
রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার বিশ্বাস, শালিখা উপজেলার নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী প্রতীক বরাদ্দ করেন।
শালিখা উপজেলা পরিষদ থেকে সাধারণ নির্বাচনে প্রতীক পেলেন, চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জন এ্যাডভোকেট শ্যামল কুমার দে আনারস প্রতীক, মোঃ রেজাউল ইসলাম মোটরসাইকেল প্রতীক ও চঞ্চল মাহমুদ দোয়াত-কলম প্রতীক।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন মোঃ আশরাফুল ইসলাম টিউবওয়েল প্রতীক ও সজীব আহমেদ তালা প্রতীক।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন জেসমিন আক্তার সাবানা ফুটবল প্রতীক, আমেনা খাতুন কলস প্রতীক, দিপ্তী গাঙ্গুলী হাঁস প্রতীক, রিপনা রহমান বৈদ্যুতিক পাখা ও শিলা জামান প্রজাপতি প্রতীক পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।
মহম্মদপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে প্রতীক পেলেন, চেয়ারম্যান পদপ্রার্থী ৬ জন বেবী নাজনীন কাপ-পিরিচ প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফর সাদিক ঘোড়া প্রতীক, এ্যাডভোকেট আব্দুল মান্নান আনারস প্রতীক, আবু আব্দুল্লাহেল কাফী দোয়াত-কলম, কাজী আনিসুর রহমান মোটরসাইকেল ও মোঃ কবিরুজ্জামান কবির শালিক প্রতীক।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৬ জন মোঃ আশরাফুল আলম টিউবওয়েল প্রতীক, মোঃ মাহবুবুর রহমান মাইক প্রতীক, মোঃ সুজন শিকদার তালা প্রতীক, মোঃ ঈদুল শেখ চশমা প্রতীক, মোঃ ফজলুর রহমান মাইক প্রতীক ও মোঃ মুজিবর রহমান টিয়া পাখি প্রতীক।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন মোছাঃ শিল্পী ফুটবল প্রতীক, স্বপ্না রাণী বিশ্বাস কলস প্রতীক, রাহেলা বেগম পদ্মফুল প্রতীক, শামীমা হাসান পলি হাঁস প্রতীক ও মুনমুন খান সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, শালিখা ও মহম্মদপুর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে সকল চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল সরকারি বিধিবিধান পালন করে নির্বাচনে প্রচার করতে হবে।
Leave a Reply